কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কারখানায় বিশৃঙ্খলা, আটক ২৪

গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় যৌথ বাহিনীর তৎপরতা। ছবি : কালবেলা
গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় যৌথ বাহিনীর তৎপরতা। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে দুটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে কারখানায় নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, রোববার (২২ সেপ্টেম্বর) থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, বাৎসরিক ছুটিসহ ১২ দফা দাবি জানিয়ে আসছিল। এসব ঘটনা নিয়ে অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

কিন্তু সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করে। একপর্যায়ে কিছু শ্রমিক কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর করে। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় সেখান থেকে ৬ জনকে আটক করে যৌথ বাহিনী। এক পর্যায়ে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক কোকোলা ফুড প্রোডাক্ট ও বক্তারপুর এলাকার ইকু নিট (সামাহার) কারখানায় শ্রমিক অসন্তোষ ও কারখানায় উত্তেজনা সৃষ্টির অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। দুটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে আটক করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, কারখানা বন্ধ ঘোষনার পরও কিছু উশৃঙ্খল শ্রমিক কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করায় যৌথ বাহিনী ছয়জনকে আটক করেছে। শ্রমিকরা কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে রোববার অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়।

কালিয়াকৈর থানার ওসিরিয়াদ মাহমুদ বলেন, যৌথ বাহিনীর অভিযানে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রোববার ১৮ জন ও সোমবার সকালে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্র এখনো থামছে না : রিজভী

তোপের মুখে যোগদান করতে পারেননি ববির নতুন ট্রেজারার

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায়

ইসকন নিষিদ্ধের দাবি হাসনাত আবদুল্লাহর

লেবাননে যুদ্ধবিরতি, গাজায় রক্তক্ষয়ী সংঘাতের শেষ কবে?

আইনজীবী হত্যায় সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

আর কত লাশ পড়লে আ.লীগ নিষিদ্ধ হবে: শিবির নেতা

চট্টগ্রামে আইনজীবী হত্যা / ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি

ঢাকায় জিকা ভাইরাস রোগী শনাক্ত

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

১০

দুদক সংস্কারে গণঅধিকার পরিষদের ২২ দফা প্রস্তাবনা

১১

কুমিল্লায় যুবদলের ১২ নেতাকর্মীর পদত্যাগ

১২

কেরানীগঞ্জে বিপুল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

আইসিসিতে মিয়ানমারের জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

১৪

ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ ও আলুর আমদানি স্বাভাবিক

১৫

বগুড়ার আলোচিত সেই শ্রমিক লীগ নেতা তুফানের ১৩ বছর কারাদণ্ড

১৬

সেচ প্রকল্পের গাছ জোর করে কেটে নেওয়ার অভিযোগ

১৭

ফিটনেস পরীক্ষায় ‘পাস’ তামিম

১৮

সাতক্ষীরায় জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

১৯

৪৬তম বিসিএসের প্রিলির সংশোধিত ফল প্রকাশ

২০
X