শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করছেন কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের ইনসট্রাক্টর ইনচার্জ আকবরী খানম। পদত্যাগপত্রে লিখেছেন, শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলাম। বিষয়টি সদয় বিবেচনার জন্য প্রেরণ করা হলো।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে একটি সাদা কাগজে পদত্যাগপত্র লেখেন। শিক্ষার্থীদের দাবি, তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ দুর্নীতির বেশকিছু অভিযোগ রয়েছে।
সরজমিনে দেখা যায়, শিক্ষার্থী কলেজ প্রাঙ্গণে স্লোগান দেন 'আকবরী খনমের পদত্যাগ'। পরে মূল ফটকে তালা লাগিয়ে শিক্ষার্থীরা ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে দুর্নীতির দায় স্বীকার করে পদত্যাগ করেন কুমিল্লা নার্সিং ও মিড্ওয়াইফাই কলেজের ইনস্ট্রাক্টর ইনচার্জ আকবরী খানম।
গত বৃহস্পতিবার কলেজের শিক্ষার্থীদের উসকে দিয়ে অন্তঃকোন্দল তৈরি করে দেয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। অবশেষে তারা সুস্থ হয়ে ফিরে কলেজের সব শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে তার পদত্যাগের দাবি তুললে তিনি তার অপকর্মের দ্বায় স্বীকার করে পদত্যাগ করেন।
কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থী ইসরাফিল বলেন, আমরা প্রথম বর্ষে এসে যা দেখেছি এখনো প্রায় তাই দেখতে পাচ্ছি। কোনো উন্নতি বা অগ্রগতি হয়নি আরও অবনতি হয়েছে শিক্ষাব্যবস্থার। তাই আমরা চাই না এই মহা দুর্নীতিবাজ এই ইনস্ট্রাক্টর ইনচার্জ এই কলেজে থাকুক।
ওই কলেজের একই ব্যাচের শিক্ষার্থী মিতু জানায়, আমরা চাই উনি সব দুর্নীতির টাকার হিসাব দিয়ে কলেজ থেকে ত্যাগ করুক। উনার পদত্যাগে উনার সব সহকর্মী ভীষণ খুশি এবং তারা স্বস্তি প্রকাশ করেছে।
পদত্যাগ করে আকবরি খানম বলেন, আমি আগের থেকেই আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, আমি এখানে থাকব না। তবুও শিক্ষার্থীরা যেহেতু চাইছে পদত্যাগ তাদের সামনে করতে তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
মন্তব্য করুন