কুষ্টিয়ায় বিচারকের পদত্যাগের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
সরকার পতন আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট হত্যাচেষ্টার এক মামলায় ৫-৬ জন আসামিকে জামিন দেওয়ায় এ বিক্ষোভ করেন তারা। শিগগিরই তাদের জামিন বাতিল না করা হলে কর্মসূচি দেওয়া হবে জানান আন্দোলনকারীরা।
জানা যায়, গত ৫ আগস্টের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ৭৮ জনের নাম উল্লেখসহ প্রায় শতাধিক আসামি করে মামলা করেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়ার বাসিন্দা জিলহজ হোসেন। এতে তিনি তার ভাইকে হত্যাচেষ্টার অভিযোগ আনেন।
পরে ওই মামলায় কুষ্টিয়ার পৌরসভার তিন কাউন্সিলর আনিস কোরাইশী, নজরুল ইসলাম ও সাইফ উল হক মুরাদকে গ্রেপ্তার দেখানো হয়। রোববার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তাদের জামিন দেন। এমন সংবাদে আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাদের সঙ্গে কুষ্টিয়া ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও যোগে দেন।
এ সময় বিচারক মাহমুদা সুলতানার পদত্যাগ দাবিতে স্লোগান দেন তারা।
মামলার বাদী জিলহজ বলেন, এত দ্রুত একটা মামলায় আসামির জামিন কীভাবে হয়? এ ঘটনায় আমরা বিচার নিয়েও শঙ্কিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, আইন অনুযায়ী কেউ জামিন পেলে কোনো আপত্তি নেই। তবে যে মামলার বয়স মাত্র চার দিন সে মামলায় আসামিরা কীভাবে জামিন পায়।
মন্তব্য করুন