টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে এনজিওর হিসাবরক্ষককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫

সেতু টাওয়ার। ছবি : কালবেলা
সেতু টাওয়ার। ছবি : কালবেলা

টাঙ্গাইলের বেসরকারি এনজিও সংস্থা সেতুর হিসাবরক্ষককে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ৫ জনকে আসামি করে নিহতের মা সুফিয়া বেগম একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জা সাকিব, রফিকুল ইসলাম, শরীফুল ইসলাম, রাশেদুল ইসলাম ও খায়রুল হাসান।

জানা যায়, শুক্রবার মধ্যরাতে তাকে হত্যা করার পর পরিবারকে খবর দেওয়া হয়। এতে স্বজনদের বলা হয় হাসান অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে।

এর আগে গত (১৬ সেপ্টেম্বর) সোমবার ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হাসানসহ দুজনকে কর্তৃপক্ষ আটক রাখে বলেও জানান স্বজনরা।

নিহত হাসান (৩৫) বেসরকারি এনজিও সংস্থা সেতুর জামালপুর শাখার হিসাবরক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পুটিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্বজনদের অভিযোগ, গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সংস্থার ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে কর্তৃপক্ষ শাখা হিসাবরক্ষক হাসান ও এরিয়া ম্যানেজার লিটনকে ধরে এনে একটি বদ্ধঘরে আটকে রাখাসহ নির্যাতন চালায়। টাকা না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে মীমাংসার জন্য তিন দিনের সময় নেন তারা। হঠাৎ শুক্রবার রাতে সংস্থা থেকে জানানো হয় হাসান অসুস্থ ও হাসপাতালে ভর্তি রয়েছে। পরে রাতেই টাঙ্গাইল সদর থানা থেকে জানানো হয় হাসান মৃত্যুবরণ করেছে।

নিহতের মা সুফিয়া খাতুন বলেন, আমার ছেলে হাসান গত পাঁচ বছর যাবৎ এনজিওতে চাকরি করে। গত ছয় মাস যাবৎ জামালপুর শাখার দুই কর্মী সঙ্গে তার ঝামেলা চলছিল। গত সোমবার কর্তৃপক্ষ হাসানকে জামালপুর থেকে ধরে আনে। এরপর তার মোবাইল কেড়ে নেয় ও তাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। খবর পেয়ে বুধবার আমরা হাসানকে দেখতে আসলে তার সঙ্গে আমাদের কথা বলতে দেয়নি এবং আমাদের সামনেই তাকে বকাবকি করা হয়েছে। শুক্রবার রাত ১২টায় এনজিওর লোক আমাকে ফোন দিয়ে জানায়, হাসান অসুস্থ ও হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি বলেন, পরবর্তীতে রাতেই আবার থানার ডিউটি অফিসার ফোন দিয়ে জানায় আমার ছেলে হাসান মারা গেছে। আমার ছেলে উনারা হত্যা করেছেন। আমি সন্তান হত্যার বিচার দাবি করছি।

বেসরকারি এনজিও সংস্থা সেতুর নির্বাহী পরিচালক মির্জা শাহাদত হোসেন বলেন, হাসানের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ কালবেলাকে জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে বিকেলে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এরপর তাৎক্ষণিক আমরা ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

গাজীপুরে বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আ.লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি : প্রেস সচিব

তিন দিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম

ঢাকায় বৈঠকের পর পাকিস্তানের প্রতিক্রিয়া

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

সৌদিতে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী আটক

পাকিস্তানে ইসরায়েলবিরোধী ক্ষোভ গিয়ে পড়ল কেএফসিতে

হাতকড়াসহ পালানো সাজাপ্রাপ্ত সেই আসামি গ্রেপ্তার

স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫ অনুষ্ঠিত

১০

রাজশাহী থেকে অপহৃত মাদ্রাসাশিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪

১১

বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

১২

নিষিদ্ধ সময়ে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে জাটকা

১৩

পিলখানায় হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি

১৪

বদলির আদেশের পরও স্বপদে বহাল ইউএনও তনু

১৫

হজের আগে সৌদিতে কঠোর অভিযান

১৬

হাসপাতাল থেকে পালানো জলদস্যু রফিক গ্রেপ্তার

১৭

ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয় স্পষ্ট করল ভারত

১৮

নির্বাচন নিয়ে আলোচনা / মির্জা ফখরুলের সঙ্গে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের বৈঠক

১৯

ইউক্রেনেকে জার্মানির ক্ষেপণাস্ত্র সহায়তা নিয়ে রাশিয়ার কড়া বার্তা

২০
X