বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকা ও গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওয়াহেদা বেগম (৬০)। তিনি সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী। অপরজন শামিম আহম্মেদ (১৭)। সে গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম বাঙাবাড়ি গ্রামের সাম্মে আলীর ছেলে।
এলাকাবাসী জানান, ঝড়ের সময় ওয়েদা বেগম তার নাতনিকে নিয়ে বাড়ির সামনে গাছের নিচে বসে ছিলেন। এ সময় ঝড়ে একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছোট ছেলের বউ খালেদা বেগম বলেন, মেয়ের কান্না শুনে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আমার শাশুড়ির মাথায় গাছ পড়ে থেতলে গেছে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, নিহত ওই বৃদ্ধার লাশ তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।
মন্তব্য করুন