নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রীর আক্রোশের শিকার মাসুদ বিভাগীয় তদন্তে নির্দোষ

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। ছবি : সংগৃহীত
সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। ছবি : সংগৃহীত

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের অবৈধ আদেশ অমান্য করা ও রোষানলের শিকারে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। বিভাগীয় মামলার তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের সত্যতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। বরং আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মাসুদুর রহমানকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসউর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত কর্মকর্তার প্রতিবেদন, স্বাক্ষীদের স্বাক্ষ্যসহ সার্বিক পর্যালোচনায় সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮’ অনুযায়ী আনা অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় তাকে এ বিভাগীয় মামলার অভিযোগের দায় হতে অব্যাহতি দেওয়া হলো।

গত বছরের জুলাইয়ে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দখল বাণিজ্যে হানা দিয়ে আক্রোশের শিকার হন ভূমি কর্মকর্তা মাসুদুর রহমান। ভূমি অফিস চত্বর থেকে মন্ত্রী শ ম রেজাউল করিমের ছবি সম্বলিত পুরানো ব্যানার সরিয়ে ফেলায় তার ওপর ক্ষিপ্ত হন মন্ত্রীর লোকেরা। এ ছাড়া নাজিরপুর ভূমি অফিস চত্বরের পাশে থাকা প্রায় ৪০ শতক সরকারি খাস জমি পরিষ্কার-পরিচ্ছন্ন করে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেন মাসুদুর। ওই স্থাপনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন সাবেক মন্ত্রী রেজাউল।

এর পর থেকেই সরকারি কার্যক্রমের প্রায় প্রতিটি বিষয়ে মন্ত্রী ও তার অনুসারীরা এই ভূমি কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা চালান। মাসুদকে সেখান থেকে সরাতে সাবেক উপজেলা চেয়ারম্যান মন্ত্রীর ভাই এসএম নূরে আলম সিদ্দিকী শাহিন ও তার সহযোগীদের নিয়ে তাদের অপতৎপরতা শুরু করেন। সাবেক মন্ত্রীর বিভিন্ন অবৈধ আদেশ পালনে অপারগতা প্রকাশ করলে তারা একটি খণ্ডিত এবং এডিট করা অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেয়।

এ নিয়ে সংবাদ প্রকাশের পরপরই তৎকালীন পিরোজপুর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে কমিটি এক দিনের মধ্যে অডিও ক্লিপের কথোপকথনের বিষয়ে তদন্ত করে ওই দিনই প্রতিবেদন দাখিল করেন। তদন্তে ৪ তহশিলদার পরিমল কুমার দে, মো. সুজন, শ ম শাহ্জাহান কবির, মো. হাছান হাওলাদার, অফিস সহকারী মফিজুল ইসলাম ও মারুফ হাওলাদারকে জেলার বাইরে শাস্তিমূলক বদলি করা হয় এবং এসিল্যান্ডের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত বছরের ২০ সেপ্টেম্বর মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে নাজিরপুরের এসিল্যান্ড থেকে সরিয়ে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

তদন্ত প্রতিবেদন ও মন্ত্রিপরিষদের মতামতে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮’ অনুযায়ী তার এ কাজকে অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। দীর্ঘ এক বছর মাসুদুর রহমানকে নিয়ে শুনানি ও বিভিন্ন তদন্ত শেষে গত ২০ আগস্ট প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি বলে তিনি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন। তার প্রেক্ষিতে মাসুদুর রহমানকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য ২০২৩ সালে জুন মাসে নাজিরপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মাসুদুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

প্রথম দিনে উইন্ডিজ তুলল ২৫০ রান

গাঁজা-জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা কলেজ ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

উইন্ডিজের প্রতিরোধ ভেঙে বাংলাদেশের স্বস্তি

টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস / ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়িক অংশীদার চাই

২০২৪ সালের হাইয়েস্ট কালেকশন দরদের : শাকিব 

নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত

রাজনীতিতে আ.লীগের পুনর্বাসন ঠেকাতে হবে: নুর

নির্বাচন যত দ্রুত হবে, সমস্যা তত কমে আসবে : মির্জা ফখরুল

১০

খাসজমির দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহত

১১

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম : আমিনুল হক 

১২

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

১৩

আহত রানার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

১৪

ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক

১৫

একদিকে প্রশান্তি, অশান্তিও বিরাজ করছে: শামা ওবায়েদ

১৬

চোর সন্দেহে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন

১৭

র‍্যানকন মটরসের সঙ্গে ক্র্যাক প্লাটুন চার্জিং সলুশনের চুক্তি

১৮

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : নয়ন

১৯

‘এক ফ্যাসিস্টকে হটিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না’

২০
X