মেহেরপুরের গাংনীতে যৌথবাহিনীর অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি টিম তাদের আটক করে।
তারা হলো- উপজেলার সহড়াতলা গ্রামের নওয়াব আলীর ছেলে এরশাদ আলী (৪০) ও ওলিনগর গ্রামের সুলতান মাহমুদের ছেলে আবুল কালাম আজাদ (৪৫)।
যৌথবাহিনীর মুখপাত্র জানান, দুই ব্যক্তি মাদক নিয়ে সহড়াতলা থেকে তেরাইল আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তেরাইল বাগানপাড়ায় অভিযান চালায়।
এ সময় ১০০ বোতল ফেনসিডিলসহ এরশাদ ও আবুল কালাম আজাদকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন