রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা দেশটাকে ‘ফোকলা’ করে গেছেন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশটাকে ফোকলা করে দিয়ে গেছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য শাপলা চত্বরে কোমলমতি শিশুদের এবং গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজে মাঠে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আজকে ক্ষমতা ছেড়ে চলে গেছে। তারা দেশের সব সম্পদ শেষ করে দিয়ে গেছে। ব্যাংকসহ সব টাকা তারা লুট করেছে। গত ১৭-১৮ বছরে আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আমাদের নেতাকর্মীদের নামে সারাদেশে ৬০ লাখ মামলা দেওয়া হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আজ আমরা মুক্ত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন।

মির্জা ফখরুল আরও বলেন, আজ আমরা স্বাধীন হয়েছি কিন্তু এখনো পুরো হইনি। ছাত্ররা অসাধ্য সাধন করেছে, এখন তাদেরকে নিয়মকানুনের মধ্যে থাকতে হবে। বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় এ জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। বৈষম্য দূর করে ঘুষ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে আমাদের সহযোগিতা করতে হবে। যখন উপযোগী সময় হবে তখন তারা নির্বাচন দেবে। আগামীতে আমাদের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি জাহিদুর রহমান, সাবেক সংসদ সদস্য ও ঢাকা কলেজ সাবেক ভিপি মর্তুজা চৌধুরী তুলা।

এ ছাড়া কেন্দ্রীয় যুব দলের সাবেক সভাপতি বিএনপি নেতা কামাল আনোয়ার আহাম্মদ, রাণীশংকৈল উপজেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, শাহাদাত হোসেন ও পান্না বিশ্বাস,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, সম্পাদক মহসিন আলী, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম,নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় দশ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'পতিত' ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : টিপু

কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ দিয়ে পিসি আনলো লেনোভো ইয়োগা সিরিজ

টানা ৭ম বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু

বরিশালে পলিথিনের ব্যবহার কমেনি

মহম্মদপুরে মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভা রোববার 

দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধের প্রস্তাব

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের প্রতিবাদ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

সূর্যের কাছাকাছি গিয়ে সাড়া দিয়েছে মহাকাশযান!

সুখবর, সৌদিতে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা

১০

স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল কলেজ শিক্ষকের

১১

সচিবালয়ের আগুনে শেখ হাসিনার হাত থাকতে পারে : মামুন মাহমুদ

১২

‘মাইক্রোস্কোপ দিয়েও জামায়াতের দুই মন্ত্রীর দুর্নীতি বের করতে পারেনি’

১৩

পার্বত্য এলাকায় ভূমি কমিশন কার্যকর করার চেষ্টা চলছে : পার্বত্য উপদেষ্টা

১৪

সন্তান গ্রহণে উৎসাহিত করতে বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

১৫

ভারতীয় জিরার চালান জব্দ করল ডিবি

১৬

উচ্চ আদালতের বিচারক নিয়োগবিধি সংস্কার খুবই গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা

১৭

রাজনৈতিক খবরে ক্লান্ত মার্কিন জনগণ

১৮

কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা বাঁধন গ্রেপ্তার

১৯

সারা দেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

২০
X