বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়ার মাতামুহুরী নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। বন্যায় দেড় কিলোমিটার বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। নদীভাঙনে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোচপাড়া এলাকার ১৩টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৌরসভার কোচপাড়াসহ বিএমচর, কোনাখালী ও বদরখালী এলাকায় বাঁধের ঢাল ও মাতামুহুরী নদীর তীর ভাঙনে জনগুরুত্বপূর্ণ দেড় কিলোমিটার বেড়িবাঁধসহ বসতবাড়ির ব্যাপক ক্ষতি হচ্ছে। হুমকির মুখে আরও ৬টি ইউনিয়নের প্রায় তিন শতাধিক বসতবাড়ি।
স্থানীয়রা বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ অগ্রাধিকার ভিত্তিতে পুনারায় মেরামত করা না হলে চকরিয়া উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নের গ্রামীণ জনপদের বেড়িবাঁধ, রাস্তাঘাট ও তিন শতাধিক বাড়িঘর বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড চকরিয়া উপজেলার বদরখালী জোনের শাখা প্রকৌশলী মো. জামাল মোর্শেদ কালবেলাকে বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনারায় মেরামতের জন্য ২২ কোটি টাকার চাহিদাপত্র পাঠিয়েছি দপ্তরে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম কালবেলাকে বলেন, পাউবোর বড় কর্মকর্তা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।
মন্তব্য করুন