লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) শারীরিক শিক্ষা ইনস্ট্রাক্টর মো. জসিম উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির (বিটিপিটি) প্রশিক্ষণার্থীরা। অভিযুক্ত জসিমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও নারী হেনস্তার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের পিটিআই প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে অভিযুক্ত প্রশিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।
এ সময় আন্দোলনরত প্রশিক্ষনার্থীরা অভিযোগ করেন, পিটিআইর শারীরিক শিক্ষা ইনস্ট্রাক্টর মো. জসিম উদ্দিন বিভিন্ন সময় দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন। তিনি আমাদের সঙ্গে দাস-দাসির মতো আচরণ করেন। এ ছাড়া তিনি বিভিন্ন অজুহাতে নারী প্রশিক্ষণার্থীদের হেনস্তা করেন। তার এসব অন্যায় কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন প্রশিক্ষণার্থীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বর্জনসহ পাঁচ দিনের ভেতর অভিযুক্ত প্রশিক্ষককে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মো. জসিম উদ্দিন জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সব ভিত্তিহীন। প্রতিষ্ঠান থেকে সরানোর জন্য একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এসব করছে।
মন্তব্য করুন