গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কাপাসিয়া-মনোহরদী সড়কের উপজেলার শালদৈ মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী ইমরান হোসেন (২৩) এবং একই গ্রামের প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে খিরাটি কারিগরি কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম (২৫)।
কাপাসিয়া থানার উপপরিদর্শক রাশেদ মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই যুবক মোটরসাইকেলে কাপাসিয়া থেকে বাড়ি ফিরছিলেন। তারা কাপাসিয়া-মনোহরদী সড়কের সালদৈ মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই যুবক সড়কে পড়ে গুরুতর আহত হয়।
তিনি বলেন, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে একজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপরজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যান। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুজনের লাশ স্বজনদের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
মন্তব্য করুন