সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে দেশ বিক্রি করেছিলেন শেখ হাসিনা : ইলিয়াসপত্নী

সিলেটের বিশ্বনাথে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। ছবি : কালবেলা
সিলেটের বিশ্বনাথে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ক্ষমতা স্থায়ী করতে ভারতের কাছে দেশ বিক্রি করেছিলেন ফ্যাসিস্ট হাসিনা। তাদের সঙ্গে অনেক অপ্রকাশিত চুক্তি ছিল তার। তবুও শেষ রক্ষা হয়নি। পালিয়ে যেতে হয়েছে সেই ভারতেই।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেটের বিশ্বনাথ পৌর শহরে উপজেলা-পৌর যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপত্নী লুনা বলেন, খুনি হাসিনা বলেছিলেন সে পালায় না, তবে এখন কে পালালো? বড় বড় নেতারাও পালিয়েছেন। কিন্তু বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের রেখে পালিয়ে যাননি, দেশেই জেল খেটেছেন। আর নেতাকর্মীরাও গত ১৫ বছর জেল-জুলুম সহ্য করে দেশে ছিলেন।

ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক দেশ পেয়েছি। এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল ১৫ বছর আগে। ছাত্রদের আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিল বিএনপি। আর বিএনপির দীর্ঘদিনের ত্যাগ স্বীকার ও ছাত্রদের সাহসী ভূমিকাসহ সমস্ত শক্তি একত্রিত হওয়ায় ফসল হিসেবে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আজ আমরা ১৭ বছর পর বাধাহীন ও চিন্তাহীনভাবে সমাবেশ করতে পারছি। গত ১৭টি বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে মানুষকে গুম, খুন ও মামলা, জুলুম করেছে। নিরীহ মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে। বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর সপ্তাহের ৫ দিন আদালতের দরজায় কাটাতে হয়েছে। দেশ নায়ক তারেক রহমানকে নির্বাসনে থাকতে হয়েছে।

তিনি বলেন, বর্তমানে শেখ হাসিনার দোসররা বিভিন্ন স্থানে দখলবাজি, চাঁদাবাজি করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছেন। আর কোন নিরীহ মানুষ যাতে মামলা বা হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ থাকতে হবে। বর্তমান অর্ন্তবর্তী সরকারকে এখন সহযোগিতা করতে হবে। আমরা সবাই মিলে একটি সম্প্রতির বাংলাদেশ গড়তে চাই।

প্রধান উপদেষ্টাকে গুমবিরোধী আর্ন্তজাতিক প্রস্তাবে স্বাক্ষর করায় ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, হাসিনা সরকার যাদের গুম করেছে তদন্ত করে এম ইলিয়াস আলীসহ তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করছি।

উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. মাহবুব আলম জহির, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গোলজার খান।

এর আগে বিকেল ৩টায় থেকে গণসমাবেশে পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের ব্যানারে মিছিল এসে সমাবেশ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ : নয়ন

৩০ লাখ টাকা ছিনতাই করতে ছুরিকাঘাত, আটক ১

সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন সৈয়দ জামিল আহমেদ

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

‘বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমা সংস্কৃতি দূর করতে হবে’

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

ব্রিটিশ বাজারে ‘গাজা কোলার’ বাজিমাত

ইহুদি তরুণদের মধ্যে বাড়ছে গাজায় হামলাবিরোধী মনোভাব

টাকা না দিলেই গায়ে সাপ ছেড়ে দেওয়ার হুঁমকি

খুলনায় তিন শতাধিক ব্যক্তির নামে মামলা, জানে না বাদী

১০

অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালের দ্বিতীয় সপ্তাহের প্রশিক্ষণ শুরু

১১

মাদক সংশ্লিষ্ট কাউকে ধরিয়ে দিলেই ৫ হাজার টাকা পুরস্কার

১২

তিন মাস পর চাঁবিপ্রবির শিক্ষা কার্যক্রম শুরু

১৩

সেন্ট গ্রেগরি স্কুলে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর  

১৪

রাবির কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষার্থী

১৫

শেখ হাসিনার ভাতিজা মঈন রিমান্ডে

১৬

রাজধানীতে মোটরসাইকেল চলাচলে ডিএমপির কঠোর নির্দেশনা

১৭

নির্যাতিত আ.লীগ কর্মী উজ্জ্বলের বাড়িতে গেলেন রিজভী

১৮

শিক্ষার্থীদের জন্য দুই রুটে বাস চালু করল যবিপ্রবি

১৯

মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নে যুবকের যাবজ্জীবন

২০
X