কুড়িগ্রামের ধরলা নদীতে গোসল করতে নেমে মো. আপন নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মোগলবাসা ইউনিয়নের জিগাবাড়িঘাট ধরলা নদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. আপন (১৬) মোগলবাসা ইউনিয়নের নিধিরাম গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। সে মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আপন ও তার বন্ধুরা মিলে গোসল করতে ধরলা নদীতে নামে। স্রোতে সাঁতার কাটতে গিয়ে আপন হঠাৎ তলিয়ে যায়। অন্য বন্ধুরা সাঁতরে তীরে উঠলেও আপন আসতে পারেনি। আপনের খোঁজে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল কাজ করেছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. কামরুল হাসান কালবেলাকে বলেন, নিখোঁজ ওই শিক্ষার্থীর লাশ এখনো উদ্ধার হয়নি। রাতের বেলা পানিতে কাজ করতে সমস্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আবারো উদ্ধার কাজ চলবে।
মন্তব্য করুন