শেরপুরে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী।বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার বাড়ি ঝগড়ারচর বাজারের পাশে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাউসমারী গ্রামে। আমার ঝগড়ারচর বাজারে মেসার্স রিফাত এন্টারপ্রাইজ ও মেসার্স রিফাত ফার্নিচার গ্যালারি নামে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর পূর্বশত্রুতার জের ধরে গত ৬ আগস্ট একদল সন্ত্রাসী আমার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সমস্ত মালপত্র লুটপাট করে নিয়ে যায়।
এর ভিডিও ফুটেজ রয়েছে। এতে আমার প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণের ভয়ে আমরা দুই ভাই নিরাপদ স্থানে সরে যাই। পরদিন সকালে দোকানের দালান ভাঙচুর করে ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। এতে আমার সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে গেছে।
এ বিষয়ে ব্যবসায়ীর বাবা মো. আলহাজ আব্দুস সামাদ কালবেলাকে বলেন, মূল ঘটনাটি একটি সংগঠনের নেতৃত্বকে কেন্দ্র করে। আমি ওই সংগঠনটির সাবেক সভাপতি ছিলাম। জাল জালিয়াতি করে শাহজাহান, ইয়ার রহমানসহ বেশ কয়েকজন আমার সভাপতির পদ বিলোপ করে। পরবর্তী সময়ে তারাই এ লুটপাট করে। আমি এর বিচার চাই।
এ সময় ব্যবসায়ী রফিকুল ইসলাম ও তার বাবা মো. আব্দুস সামাদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন