বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে সাবেক ছাত্রদল নেতার হামলায় যুবদল নেতা আহত

আহত বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
আহত বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

চাঁদা না দেওয়ায় বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানকে খুন্তি দিয়ে কুপিয়ে শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন জিপুর বিরুদ্ধে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কাউনিয়া মেইন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মনোয়ার হোসেন জিপু নগরীর কাউনিয়া মেইন রোড এলাকার মৃত শহিদ হোসেন তালুকদারের ছেলে। তিনি বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। আহত মামুন রেজা খানও একই এলাকার বাসিন্দা ও বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মামুন রেজা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জিপু ঢাকায় ছিলেন। ৫ আগস্টের পর বরিশাল আসেন। এরপর শুরু হয় ত্রাসের রাজত্ব কায়েম করা।

তিনি বলেন, বুধবার বেলা ১২টার দিকে কাউনিয়া মেইন রোড এলাকায় জিপুর সঙ্গে দেখা হলে সে বড় অঙ্কের টাকা চায়। এর আগেও একইভাবে টাকা দাবি করেছে। তাকে বারবার বলেছি, আমার সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এতে সে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে হুমকি দিয়ে বলে কাউনিয়ায় থাকতে হলে চাঁদা দিতে হবে। এ নিয়ে তার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে পার্শ্ববর্তী হোটেল থেকে খুন্তি এনে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি চায়ের কেটলির গরম পানি শরীরে নিক্ষেপ করে সে।

যুবদলের এই নেতা আরও বলেন, আগেও সে কাউনিয়া এলাকার বেশ কয়েকজনকে মারধর করেছে। ওই সময় এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। এতেও তার ত্রাস বন্ধ করতে পারছে না।

নগরীর ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতুর্জা আবেদীন বলেন, এর আগে নগরীর রূপাতলী এলাকার ভোজনবিলাস হোটেলে গিয়ে খাওয়ার পর ক্যাশ কাউন্টার থেকে ৩০ হাজার টাকা ছিনতাই করে। এরপর হোটেল কর্তৃপক্ষ তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে মুচলেকা দিয়ে ছাড়া পায়।

তিনি আরও বলেন, প্রতিদিন জিপুর বিরুদ্ধে নালিশ আসছে। এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জিপুর অত্যাচার থেকে সাধারণ মানুষ রেহাই পাচ্ছে না। এ জন্য পুলিশকে কঠোর ভূমিকা নেওয়ার দাবি জানাই।

এসব অভিযোগের বিষয়ে জানতে মনোয়ার হোসেন জিপুর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে আবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপরও যাতে আর কোনো ধরনের অপরাধ সংঘটিত করতে না পারে এ জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির প্রার্থী ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সিএমপির

ইরাসমাস আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি

জাতীয় দিবসেও ফুল ব্যবসায়ীদের মুখে হতাশা

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অপারেশন ও রক্ষণাবেক্ষণ শিখতে রাষ্ট্রীয় খরচে বিদেশে যাচ্ছেন রেলের কর্মকর্তারা!

৫ নেতার বিষয়ে সিদ্ধান্ত নিল বিএনপি

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি : মির্জা ফখরুল

বাবার বাড়ি যাওয়া হলো না নীরা বেগমের

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টার সংঘর্ষ

১০

বিগ ব্যাশে শাহীন আফ্রিদির দুঃস্বপ্নের অভিষেক

১১

ফয়সালের সঙ্গে ফেসবুকে পরিচয়, আর্থিক সমস্যায় টাকা দেবে জানিয়েছিল : আদালতকে বান্ধবী 

১২

বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

১৩

পদ্মার ১৫ কেজির কাতল ২৬ হাজার টাকায় বিক্রি

১৪

শাকসুতে স্বতন্ত্র প্যানেল ‘সাধারণের ঐক্যস্বর’, লড়বেন ১৭ প্রার্থী

১৫

পাহাড় কেটে পানের বরজ, অনুমতিতে লাগছে ১০ হাজার টাকা

১৬

চট্টগ্রামে ভোটের আগে মাঠে নামছেন বিচারকরা, ১৬ আসনে তদন্ত কমিটি গঠন

১৭

যে কারণে বাতিল হলো নরেন্দ্র মোদি ও লিওনেল মেসির সাক্ষাৎ

১৮

খালেদা জিয়া জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন : কায়কোবাদ

১৯

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০
X