নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন শিল্প পুলিশের একজন এএসআই নিহত হয়েছেন। নিহতের নাম মো. আবু বকর সিদ্দিক (৩৮)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ সেম্পেম্বের) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক আবু নাঈম সিদ্দিকী।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক ২০২০ সালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জে যোগদান করেন।
নিহত আবু বকর দিনাজপুর জেলা সদরের কমলপুর ইউনিয়নের দানিহারী ডোলপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।
ট্রাফিক পরিদর্শক আবু নাঈম সিদ্দিকী বলেন, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মঙ্গলবার রাতে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো গাড়ি কিংবা কাউকে আটক করা হয়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন