হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে হাজির করলে রিমান্ড ও জামিনের কোনো আবেদন না থাকায় সরাসরি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে রিপন শীল ও মোস্তাক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জামিন ও রিমান্ডের আবেদন হলে পরবর্তী সময়ে শুনানি হবে বলে তিনি জানান।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় র্যাব তাকে ঢাকার মালিবাগ থেকে গ্রেপ্তার করে। বুধবার সকালে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে আদালতে হাজির করে।
গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে হবিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় দুটি হত্যাকাণ্ডের অভিযোগ এনে তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
মন্তব্য করুন