চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদে বিজিডি চাল বিতরণের ট্রাকচাপায় সোহেল নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ১১ টার সময় আধুনগর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ট্রাক থেকে চাল নামানোর সময় ট্রাকের পিছনের চাকা দেবে যাওয়ার ফলে তিনি আটকা পড়ে। ট্রাকের ওজন বেশি হওয়ার কারণে তিনি ঘটনাস্থলে মারা যায়।
নিহত সোহেল (২৭) কক্সবাজারের চকরিয়া উত্তর হারবাং কলাতলি এলাকার মৃত মোস্তাক আহমেদের ছেলে।
আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, ঘটনার দিন সকালে সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে একটি মিনি ট্রাক ইউনিয়ন পরিষদ চত্বরে আসেন। এ সময় গাড়িটি পেছনে নেয়ার সময় ওই শ্রমিক গাড়ির পেছনের অংশে চাপা পড়েন। তাকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাদিকুল আলম বলেন, সোহেলকে হাসপাতালে আনার পূর্বেই মারা যান।
মন্তব্য করুন