কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করতে খাদ্যসামগ্রীসহ নানা ধরনের জরুরি সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোমতী নদী ও সালদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়ে এ উপজেলার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছিল। যার ফলে শিক্ষার্থীরা পাঠ নিতে বিদ্যালয়ে যেতে পারেনি। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছু শিক্ষার্থী এখনো বিদ্যালয়মুখী হচ্ছে না। এসব শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী করতে উপজেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মুড়ি, চিড়া, গুড়, খেজুর, বিস্কুট বিতরণ করছেন। এতে অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ে আসার ইচ্ছে জাগবে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানির বোতল, জেরিকন জার ও পর্যাপ্ত পরিমাণে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
এছাড়াও উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে। সে সঙ্গে বিদ্যালয়গুলোতে হাত ধোয়ার সাবান, টাওয়েল, ফার্স্ট এইড আইটেম হিসেবে স্যাভলন ও ডেটল দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম কালবেলাকে বলেন, এমনিতেই ভয়াবহ বন্যার কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়েছে। এখন বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। তবুও কিছু কিছু শিক্ষার্থী বিদ্যালয়মুখী হচ্ছে না। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন