জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার জেলা এবং সাতক্ষীরা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই দুটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৯ আগস্ট শাহদাৎ হোসেন রিপকে সভাপতি এবং ফাহিমুর রহমানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেন ছাত্রদলের তৎকালীন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
মন্তব্য করুন