জয়পুরহাটে থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানা থেকে লুট হওয়া পিস্তল, পিস্তলের আট রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ চীনের তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ৯ মিমি পিস্তলের আরও ২৯টি গুলি ও পিস্তলের কভার উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে জয়পুরহাট পৌর এলাকার সিমেন্ট ফ্যাক্টরি মাঠের পূর্ব পাশের ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ওই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ সুপারের সঙ্গে সদর থানার ওসি হুমায়ুন কবির, ডিআইও ১ কওসার আলী, এসআই ফারুক মো. জাহাঙ্গীর, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেনসহ থানার অন্য কর্মকর্তারা উদ্ধার অভিযানে ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, ৫ আগস্ট সরকার পতনের দিন বিক্ষুব্ধ জনতা জয়পুরহাট সদর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। থানার অস্ত্রাগার থেকে ৫৩টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। লুট হওয়া ৫৩টি অস্ত্রের ৩৯টি উদ্ধার হয়েছে। বাকি আরও ১৪টি অস্ত্র উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
মন্তব্য করুন