চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপির মিছিল-সমাবেশে মানুষের ঢল

চট্টগ্রামে বিএনপির মিছিল-সমাবেশে মানুষের ঢল। ছবি : মোহাম্মদ সুমন
চট্টগ্রামে বিএনপির মিছিল-সমাবেশে মানুষের ঢল। ছবি : মোহাম্মদ সুমন

বহু বছর পর হাজার হাজার নেতাকর্মীর মুখে জিয়ার সৈনিক স্লোগানে মুখরিত হয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা করে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুর থেকে নগরের জমিয়তুল ফালাহ মসজিদের আশপাশের এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার বিএনপির নেতাকর্মী। যেন মানুষের ঢল নেমেছিল নগরে। পরে নগরীর ওয়াসা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘীর মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

এটি ‘স্মরণকালের সবচেয়ে বড় শোভাযাত্রা’ বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেন, আমরা মুক্ত পরিবেশে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ শান্তিপূর্ণভাবে বন্দরনগরী চট্টগ্রামে শোভাযাত্রা করেছি। এবার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রা সফল করতে কাজ করেছেন।

নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, শোভাযাত্রায় চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বিএনপি ও বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন। তারা খণ্ড খণ্ড মিছিল করে জমিয়তুল ফালাহ মসজিদ এলাকার সমাবেশে অংশ নেন।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় শোভাযাত্রার মঞ্চে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।

এ ছাড়া আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ চট্টগ্রাম বিভাগের বিএনপি নেতারা।

অনুষ্ঠানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা তুষার কান্তি মন্ডল ৭ দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

ঢাবি ও জাবিতে ‘পিটিয়ে হত্যা’ দুঃখজনক : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘের তত্ত্বাবধানে সম্প্রদায়িক সহিংসতার তদন্ত দাবি ঐক্য পরিষদের

ঢাবির হলে পিটিয়ে হত্যা, তদন্তে প্রত্যক্ষদর্শীদের সহায়তার আহ্বান

জাবিতে ছাত্রলীগ নেতা হত্যা নিয়ে আ.লীগের বিবৃতি

গ্যাংস্টারের স্ত্রী পরী মণি 

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাকরির বয়সসীমা নিয়ে সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস

ঢাবিতে হত্যার ঘটনায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস

১০

জাবিতে পিটিয়ে হত্যা / ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্বে ছিলেন শামীম

১১

রোহিত-কোহলিকে আউট করে ‘গালি’ খাচ্ছেন হাসান

১২

হেঁটে পুলিশের গাড়িতে উঠলেও কেন মৃত্যু হলো শামীমের?

১৩

দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

১৪

‘সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হবে না’

১৫

ঢাবি ও জাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ

১৬

বিচ্ছেদের পর সিঁদুর পরা নিয়ে মুখ খুললেন মধুমিতা 

১৭

বন্যায় ভেঙেছে পাকা সড়ক, ১০ হাজার মানুষের ভোগান্তি

১৮

পুলিশকে মানবিক বাহিনী রূপে ফেরাতে কাজ চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

ঢাবির হলে পিটিয়ে হত্যা : আজই প্রতিবেদন দাখিলের নির্দেশ

২০
X