বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় রতন বড়ুয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজুখাইয়া ফকিরপাড়া রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন বুড়ুয়া (৩৫) ঘুমধুম ৬ নম্বর ওয়ার্ডের অরিবৃন্দু বড়ুয়ার ছেলে।
নাইক্ষংছড়ি থানার ওসি মো. আব্দুল মান্নান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফকিরপাড়া রাবার বাগান এলাকায় গাড়ি উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন