নরসিংদী মডার্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে কর্মরত নার্সরা এক দফা দাবিতে পতাকা মিছিল ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ পতাকা মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় নরসিংদী জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহমুদা আক্তার বলেন, আমরা দীর্ঘদিন অধিদপ্তর ও কাউন্সিলের উচ্চ পদগুলোতে নার্সিং কমকর্তাদের পদায়নে দাবি জানিয়ে আসছি। সরকার থেকে এ দাবি মেনে নেওয়ার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু গত ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নার্স সমাজ ক্ষোভে ফেটে পড়ে, যা ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলনে রূপ নেয়।
নরসিংদী জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার বলেন, আমরা দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবি করে আসছি। আমরা চাই অভিজ্ঞ নার্সদের যেন সঠিকভাবে পদায়ন করা হয়।
এ সময় পতাকা মিছিল ও মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- নরসিংদী জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইসরাত জাহান সোনিয়া ও মডার্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, মাসুদ রানা, আশরাফুল ইসলাম, ফাতেমা আক্তার, সুমাইয়া আক্তারসহ প্রায় ২ শতাধিক নার্স ও শিক্ষার্থী।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মাহমুদুল কবীর বাশার বলেন, নার্সদের এ আন্দোলন দীর্ঘায়িত হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থাসহ সার্বিক স্বাস্থ্য খাত বিপর্যয়ের মুখে পড়তে পারে। বিশেষ করে নার্সদের অভাবে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হতে পারে।
মন্তব্য করুন