গাইবান্ধার পলাশবাড়ীতে একটি গ্রামের নাম শুনলেই ভেঙে যাচ্ছে বিয়ে, অভিভাবকরা পড়েছেন বেকায়দায়। জেলার পলাশবাড়ী পৌর শহর থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত ৮নং ওয়ার্ডের অন্তর্গত গ্রামটির নাম রাইগ্রাম।
কয়েক দশক আগে থেকেই গ্রামটি উত্তরাঞ্চলজুড়ে হিরোইন পল্লী নামে পরিচিত। সরকার আসে সরকার যায়, কিন্তু কেউ বন্ধ করতে পারেননি এই এলাকার মাদক বাণিজ্য। ফলে নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের।
অনুসন্ধানে জানা গেছে, কয়েক দশক আগে ওই গ্রামের আব্দুর জব্বারের হাত ধরে মাদক ব্যবসার উৎপত্তি হয়। আব্দুল জব্বার মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা চালিয়ে যাচ্ছেন এই ব্যবসা। বর্তমানে ওই গ্রামের অনেকই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ঘটক জানান, এই গ্রামে ছেলে কিংবা মেয়ের বিয়ে দেওয়া কঠিন হয়ে যায়, শুধু এই মাদকের কারণে। সবাই এই গ্রামটিকে মাদকের গ্রাম বলে জানে। এ জন্য বাইরের কোনো ছেলে এই গ্রামের মেয়েকে বিয়ে করতে চান না। আবার অন্য গ্রামের বাসিন্দারাও এ গ্রামের ছেলেদের সঙ্গে তাদের মেয়েকে বিয়ে দিতে চান না। গ্রামের নাম শুনলেই বিয়ে ভেঙে যায়।
এ বিষয়ে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্সের কথা জানিয়ে বলেন, এ গ্রামে সভা করে মানুষকে সচেতেন করার কাজ চলছে। অতি দ্রুত গ্রামটিকে মাদকমুক্ত করা হবে।
মন্তব্য করুন