টানা বর্ষণে যশোরের ঝুমঝুমপুরে উপজেলা পরিষদের সামনে শতবছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী বটগাছ উপড়ে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ওপর গাছটি উপড়ে পড়ে। এতে সড়কের পাশে থাকা চারটি দোকান দুমড়েমুচড়ে গেছে।
এদিকে সড়কের ওপর বিরাট এই গাছ উপড়ে পড়ায় সকাল ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা যশোর-নড়াইল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ঘটনার পরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছটি কেটে সড়কের ওপর থেকে সরিয়ে নেয়।
যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অতি বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে যাওয়ায় গাছটি সড়কের ওপরে গোড়া থেকে উপড়ে পড়ে। এতে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
এদিকে যশোরের কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কাঠবাদাম গাছটিও ঝড়ে উপরে পড়েছে।
মন্তব্য করুন