বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কমে যাওয়ায় বরগুনার পাথরঘাটার জেলেরা আবার সাগরে ছুটছে। একের পর এক নিম্নচাপে জেলেদের যে লোকসান হয়েছে তা আবার পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় বঙ্গোপসাগরে পাড়ি জমালো জেলেরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বাড়ানিখালে গিয়ে দেখা যায়, সারিসারি ট্রলারগুলো ছুটছে সাগরের দিকে। ভোর রাত থেকেই মাছ শিকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অনেক জেলে।
জেলেদের সূত্রে জানা গেছে, এক সপ্তাহ পূর্বে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের পর পরই জেলেরা উপকূলের দিকে ফিরে যায়। সাগরে যাওয়ার দুদিনের মাথায় আবহাওয়া খারাপ হওয়ায় বেশিরভাগ ট্রলার শূন্যহাতে ঘাটে ফিরে এসেছে। লোকসান পুষিয়ে উঠতে নিম্নচাপ শেষে তারা আবার সাগরের দিকে পাড়ি জমিয়েছে।
এফবি 'নুসরাত ২' ট্রলারের মাঝি শাহ আলম কালবেলাকে জানান, এ বছর ৬৫ দিনের অবরোধের পরে আমরা সাগরে যাওয়ার কয়েকদিনের মাথায় নিম্নচাপ দেখা দেয়। গত এক মাসে ৩-৪ বার নিম্নচাপ হওয়ায় আমরা প্রায় ১০ লাখ টাকা লোকসানে রয়েছি। আশা করি, আবহাওয়া ভালো থাকলে আমরা যদি সাগরে ঠিকভাবে মাছ ধরতে পারি তাহলে এই লোকসান পুষিয়ে উঠতে পারব।
ট্রলার মালিক মো. আলিম মিয়া কালবেলাকে বলেন, অবরোধের পরে আমার ট্রলারে এখন পর্যন্ত লোকসান পুষিয়ে উঠতে না পারায় জেলেরা সাগরে যেতে চায় না। এভাবে লোকসান চলতে থাকলে এই ব্যবসা পরিবর্তন করতে হবে আমাকে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী কালবেলাকে বলেন, বারবার নিম্নচাপে জেলেরা এ বছর লাভের মুখ দেখতে পারেনি। নিম্নচাপ শেষে জেলেরা এখন সাগরে যাচ্ছে।
মন্তব্য করুন