দক্ষিণ কোরিয়ায় বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে সাকিবুর রহমান সঞ্জিব নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সমুদ্রে ডুবে মারা যান তিনি।
সাকিবুর রহমান নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন দড়িকান্দি গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে। ২০২০ সালে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যান তিনি। কয়েক দিন আগে বাংলাদেশে ছুটি কাটিয়ে দক্ষিণ কোরিয়ায় যান সাকিব।
নিহত সাকিবুর রহমানের চাচা আতিকুর রহমান জীবন বলেন, সোমবার দুপুরে আমরা জানতে পারি, সাকিবুর রহমান সঞ্জিব বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে হঠাৎ স্রোতের সঙ্গে তলিয়ে যায়। পরে সেখানের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করেন।
নিহতের ভাগিনা কামরান হোসাইন শান্ত বলেন, সেখানে সরকারি ছুটি থাকায় তারা কয়েকজন মিলে সাগরে গোসল করতে নামে। আমার মামাসহ আরও কয়েকজন সাঁতার কাটতে কাটতে সমুদ্রের গভীরে চলে গেলে স্রোতের কারণে তলিয়ে যান তিনি। তার সঙ্গে থাকা অন্যরা তীরে আসলেও সে আসতে পারেনি।
তিনি বলেন, তার লাশ বর্তমানে সেখানে একটি হাসপাতালে রাখা আছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন