পর্যটক (টুরিস্ট) ভিসায় ভারতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতবিরোধী পোস্ট ও লাইভে কথা বলার অভিযোগে বাংলাদেশি এক যুবকের ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারি স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
আলমগীর শেখ (৩৪) নামে আটক ওই যুবক লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে। সে ট্যুরিস্ট ভিসায় যায় বলে জানা গেছে।
এরআগে রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে ভারতীয় পুলিশ চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর পর্যটন ভিসায় ভারতে যান আলমগীর হোসেন। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভারতবিরোধী পোস্ট ও লাইভ করেন। বিষয়টি তখনই নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে এবং আলমগীরকে চিহ্নিত করে। রোববার সন্ধ্যায় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার সময় তাকে আটক করা হয়। এরপর চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে তার ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠানো হয়।
পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, ভারতীয় পুলিশ তদন্তের কারণে বাংলাদেশি ওই নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার ভারতে প্রবেশের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
মন্তব্য করুন