কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পৃথক স্থানে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ ও রাজাপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প-৪ এ পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-এ, সাব ব্লক-এ/8 এলাকার মৃত হাবিবের ছেলে নুর বশর (৫৪) ও রাজাপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের ব্লক- সি/১র বাসিন্দা রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭)।
উখিয়া থানায় ওসি মো. শামীম হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার ভোরে উখিয়ার ৫ নম্বর পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এ রাস্তার ওপর নুর বশরকে ৩০/৪০ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ি থেকে বের করে এনে গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
তিনি আরও বলেন, অপরদিকে ভোরে উখিয়ার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে পানির ঝিরির পাশে ধরে নিয়ে রোহিঙ্গা কবির আহমেদকে ধরে নিয়ে গুলি করে দুর্বৃত্তরা। পরে চাকু দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
ওসি মো. শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন