লক্ষ্মীপুরের কমলনগরে মাছঘাট দখল ও চাঁদাবাজির অভিযোগে হেলাল উদ্দিন নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি কমলনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাহেবের হাট ইউনিয়ন পরিষদ সদস্য।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর জেলা যুবদলের এক বিবৃতিতে তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করার আদেশ জানানো হয়।
লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন কালবেলাকে বলেন, কমলনগর মেঘনা নদীর মাছ ঘাটে নানা রকম উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি, জেলেদের ভয়ভীতি দেখানো, অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা, তাকে উপজেলা নেতারা সতর্ক করার পর ও তিনি সতর্ক না হয়ে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো কর্মকাণ্ড করে যাচ্ছিল তাই দলের শৃঙ্খলা রক্ষায় জেলা যুবদল এমন সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, এ ছাড়াও লক্ষ্মীপুর জেলার যে কোনো উপজেলার নেতাকর্মী যদি নিজ স্বার্থে দলের ব্যানার ব্যবহার করে শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে লিপ্ত হয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে তাদেরও আমরা এমন সিদ্ধান্তের আওতায় নিয়ে আসব।
বহিষ্কৃত হেলাল বলেন, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে কতটুকু অপরাধ করছি জানি না তবে দলের এমন সিদ্ধান্ত মাথা পেতে নিলাম।
মন্তব্য করুন