রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে রাঙামাটি জেলা বিএনপি এ আদেশ জারি করে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়ে জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- বাঘাইছড়ি পৌর বিএনপির সদস্য মো. নাছির ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বখতেয়ার।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকি-ধামকি, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, দলের নেতাকর্মীদের শারীরিক নির্যাতনসহ দলের নীতি-আদর্শ পরিপন্থি বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এরূপ অপকর্ম থেকে বিরত থাকার জন্য বারবার কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু তারা নির্দেশনা অমান্য করে গণতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করেছেন।
তাই অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের অঙ্গ সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক সাময়িক বহিষ্কার করা হলো।
এর আগে গত শুক্রবার রাতে বাঘাইছড়ি শহরে ফেসবুক পোস্ট নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্র হয়। এতে ছাত্রদল ও যুবদলের দুই নেতাসহ তিনজন আহত হন। তখন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী জানান, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন