কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার পদ্মাপাড়ের বেশ কয়েকটি গ্রাম ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। পদ্মায় পানি বৃদ্ধির ফলে প্রায় ৯ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। আর এ ভাঙন থেকে রক্ষায় এবার পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করেছে দুই উপজেলার প্রায় হাজারো মানুষ।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টানা বৃষ্টি উপেক্ষা করে দুই উপজেলার বিশেষ করে মির্জানগর, সাহেবনগর, খাদিমপুর, মসলেমপুর ও টিকটিকি পাড়ার কয়েক হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করে।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান পদ্মার ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ত্যাগ করে। এর আগে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে বিক্ষুব্ধ জনতা।
মন্তব্য করুন