সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার নির্দেশে ব্যবসায়ীর দোকানে তালা

সিরাজগঞ্জে এনায়েতপুরে বন্ধ করে দেওয়া সুতার দোকান (বামে) এবং অভিযুক্ত বিএনপি নেতা নজরুল ইসলাম ও তার ছেলে তানভীর চঞ্চল। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে এনায়েতপুরে বন্ধ করে দেওয়া সুতার দোকান (বামে) এবং অভিযুক্ত বিএনপি নেতা নজরুল ইসলাম ও তার ছেলে তানভীর চঞ্চল। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি নেতা নজরুল ইসলামের নির্দেশে এক সুতা ব্যবসায়ীর দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিএনপি নেতা এনায়েতপুর থানার খুকনী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিএনপি নেতা নজরুলের নির্দেশে তার ছেলে জেলা ছাত্র সমন্বয়কের পরিচয় দেওয়া তানভীর চঞ্চলের নেতৃত্বে খুকনী মন্ডলপাড়ার সুতা ও রং ব্যবসায়ী হাজি মো. শহিদুল্লাহ খানের দোকানো তালা দেওয়া হয়।

ভুক্তভোগী হাজী মো. শহিদুল্লাহ খান অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওইদিন রাতেই নজরুল ইসলাম জোরপূর্বক আমার খুকনী বাজারের মার্কেটটি দখল করে। পরে আনিসুল নামে একজনকে তার দখল দেন। একপর্যায়ে সেনাবাহিনী দোকানটি দখলমুক্ত করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দেয়। এ অবস্থায় শনিবার বিকেলে হঠাৎ করেই নজরুল ইসলামের ছেলে তানভীর চঞ্চলের নেতৃত্বে লোকজন এসে মন্ডলপাড়ায় আমার দোকানে তালা এবং কর্মচারীকে গালাগাল ও মারধরের হুমকি দেয়। এমনকি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকান খুলতে নিষেধ করে।

হাজি শহিদুল্লাহ খান আরও বলেন, ‘বর্তমানে দোকানে পচনশীল ৭-৮ লাখ টাকার সুতা রয়েছে। এ অবস্থায় দোকান না খুলতে পারলে সুতাগুলো নষ্ট হয়ে যাবে। আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খুকনী এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দখল, চাঁদাবাজি ও লোকজন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা নজরুল ইসলাম ও তার ছেলে তানভীর চঞ্চল। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।’

এসব বিষয়ে জানতে খুকনী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা করতে তার মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দলীয় নির্দেশনা আছে যে নেতাই দখল-অনিয়মের সঙ্গে জড়িত হোক না কেন অভিযোগ সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নজরুলের বিষয়ে অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে তা খতিয়ে দেখা হবে।

এনায়েতপুর থানার ওসি মো. রওশন ইয়াজদানী জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। এমন কিছু পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের স্মার্টকার্ড সমস্যা সমাধানে উপাচার্যকে স্মারকলিপি 

শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই দিল জনতা

প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি 

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

যশোরে খেজুর গুড়ের মেলা শুরু

এলইডি স্ক্রিনে কেন ভেসে উঠছে জয় বাংলাসহ বিভিন্ন লেখা

বিমানবন্দরে ২ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন শনিবার

এইচএমপিভি সংক্রমণ রোধে চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের যা মানতে হবে

সেন্টমার্টিনে ভয়াবহ আগুন পুড়ল ৩ রিসোর্টের ২৬ কক্ষ, তদন্ত কমিটি গঠন

১০

সাবেক এমপি নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

১১

সংস্কারের নামে অযথা নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে : প্রিন্স

১২

অতিথি পাখির কলরবে মুখর ‘জনেস্বর দিঘী’

১৩

উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচারের নতুন মডেলের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা মার্সেলের

১৪

ডাকসু নির্বাচন আয়োজনে ছাত্রদলের ৫ দাবি

১৫

সুন্দরবনে হরিণের মাংস ফেলে পালাল শিকারিরা

১৬

র‌্যাবের বিষয়ে যে সুপারিশ

১৭

৩ দিনের কর্মসূচি ঘোষণা পিএনপির

১৮

সীমান্তের কাঁটাতারে এবার মদের বোতল ঝোলাচ্ছে বিএসএফ

১৯

‘ক্ষমতায় আসার আগেই একটি দল চাঁদাবাজি ও দখলদারি শুরু করেছে’

২০
X