সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা

কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা
কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা। ছবি : কালবেলা

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের ফলে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ছিল বেশ উত্তাল। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিচ্ছেন কারখানার শ্রমিকরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, সকালে নির্ধারিত সময়ে বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। বন্ধ কারখানাগুলোর মধ্যে পোশাক কারখানা ছাড়াও রয়েছে ওষুধ, চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরনের কারখানা।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের প্রেক্ষিতে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির সদস্যরা শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করেছেন।

শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যদের।

সকাল ৯টার দিকে জিরাবো এলাকায় মাসকট গ্রুপের কারখানার সামনের প্রদান ফটকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়। বিশৃঙ্খলার আশঙ্কায় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম কালবেলাকে বলেন, কিছু কারখানায় অভ্যন্তরীণ সমস্যা ও মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বনিবনা না হওয়ায় আজ শ্রম আইন ১৩(১) ধারায় ১৮টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অধিকাংশ শিল্প কারখানা সচল রয়েছে এবং উৎপাদন অব্যাহত আছে।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির সদস্যরা বেলা ১১টার দিকে আশুলিয়ার অনন্ত গ্রুপের কারখানা পরিদর্শন করেন। তারা ওই কারখানার কর্মকর্তাদের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।

রোববার সকাল থেকে পরিদর্শনকালে পর্যবেক্ষণ কমিটির ১১ সদস্য বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শনসহ মালিক-শ্রমিক এবং বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় শ্রমিক সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সবুর জানান, দেশের শিল্পপ্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি শিল্পকারখানার শ্রমিকদের দাবিসহ সব ধরনের সমস্যা সরকারের দৃষ্টিতে আনা এবং নিরসন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

ভারত থেকে এলো ২৪৫০ টন চাল

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল দুই কারখানা

উপসচিব বিতর্ক এবং আন্তঃক্যাডার বৈষম্যের বাস্তবতা 

কিশোরগঞ্জে হাসপাতালে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী মালদ্বীপের পাসপোর্ট

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

দূষণ ও জলবায়ু পরিবর্তন দাবানলকে ভয়াবহ করছে আরও

ধুম ৪-এ রণবীর

১০

আমি কারাগারে বৈষম্যের শিকার : পলক

১১

পয়েন্ট হারানোর পর গোলকিপারের ওপর ক্ষোভ ঝাড়লেন গার্দিওলা

১২

লালমনিরহাটে পেট্রল পাম্প থেকে বাস চুরি

১৩

অন্তর্বর্তী সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে কাজ করছে : আইজিপি

১৪

পুলিশের সাবেক সোর্সকে পিটিয়ে হত্যা

১৫

অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাকে ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

দাবানলে প্রাণহানির সর্বশেষ

১৭

ইনজুরিতে বিপিএলকে বিদায় বললেন রাহকিম কর্নওয়াল

১৮

ডেসটিনির এমডি রফিকুলসহ ১৯ জনের ১২ বছর কারাদণ্ড

১৯

আনিসুল-দীপু মনিসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার 

২০
X