ফেনীতে গত দুদিন থেমে থেমে শুরু হয়েছে বৃষ্টি; তাই আতঙ্কে দিন কাটাচ্ছেন বন্যাকবলিত মানুষ। এদিকে গত আগস্ট মাসে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্ততপক্ষে ১০ লাখ মানুষ। অনেকদিন বন্যায় ঘরবাড়ি পানির নিচে থাকায় নষ্ট হয়েছে ঘরের আসবাবসহ মূল্যবান জিনিস। তাই বৃষ্টি হলেই আতঙ্কের মধ্যে থাকেন সাধারণ মানুষ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি।
ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের বাসিন্দা মাসুম মজুমদার জানিয়েছেন, গত মাসে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। এর মধ্যে আবারও শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। তাই প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে হয়। ছাগলনাইয়া পৌর এলাকার বাসিন্দা আকাশ বলেন, গত শুক্রবার থেকে টানা বৃষ্টি হচ্ছে; তাই প্রতি মুহূর্তে ভয় কাজ করছে। না জানি আবারও বন্যার পানিতে ভাসতে হয়।
রাধানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন কালবেলাকে জানিয়েছেন, কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে ফেনীকে উল্লেখ করে পোস্ট দিচ্ছেন আবারও বন্যার কবলে পড়বে ফেনীবাসী। তাই জনমনে বিরাজ করছে আতঙ্ক।
আবহাওয়া অফিস জানায়, আগামী দুদিন ফেনীতে থেমে থেমে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন