সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করেছে আনসার বাহিনী। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেনীর ফুলগাজীতে ২০০ ও পরশুরামে ১০০ জন প্রান্তিক কৃষকের হাতে ধানের চারা তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ফেনীস্থ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল মো. রাকিব, কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য, ৫ আনসার ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়া পরিচালক মো. জানে আলম সুফিয়ান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কালবেলাকে বলেন, বন্যাদুর্গত এলাকায় প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ফেনী ও কুমিল্লা দুই জেলায় ১০০ একর জমিতে আমন ধানের চারা বিতরণ করা হয়। তিনি বলেন, পরবর্তী পর্যায়ে ওই সব কৃষকের মধ্যে রাসায়নিক সার ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।
আনসার ও ভিডিপির ফেনী জেলা কমান্ড্যান্ট মো. হেলান উদ্দীন কালবেলাকে জানান, সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ফেনীর হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হন। আনসার ও ভিডিপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করতে ফেনীতে ৩০০ এবং কুমিল্লায় ১০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।
এ সময় ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান মেহবুব, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলাসহ আনসার বিডিপির কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন