খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হক। জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু প্রমুখ বক্তব্য দেন।
ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্টের দোসরকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া যাবে না। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার মাধ্যমে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্প্রীতি সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি, খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুর আলম সবুজসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি ও জিয়া পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন