কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকর নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় নজরুল ইসলাম প্রকাশ নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার নিউমার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নজরুল ইসলাম প্রকাশ নুরুল ইসলাম দেবিদ্বার নিউমার্কেট এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় ঠিকাদারি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতেতে সরাসরি জড়িত ছিলেন।
জানা গেছে, আহত আবু বকরের বাবা আবুল খায়ের গত ৫ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার দুই ভাইসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮০ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় ৩৬ নম্বর আসামি হিসেবে নজরুল ইসলাম প্রকাশ নুরুল ইসলামের নাম রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকাল ১১টায় দেবিদ্বার সরকারি কলেজ রোডের কালাচাঁন্দ সুপার মার্কেটের সামনে মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তার ভাই মামুনুর রশিদের নির্দেশে অন্য আসামিরা আবু বকরের ওপর সশস্ত্র হামলা চালায়।
এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে রাস্তায় ফেলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদরের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সমন্বয়কদের সহায়তায় গত ১৬ আগস্ট ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। আহত আবু বকর ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ (আইসিউতে) চিকিৎসাধীন রয়েছে।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো.শাহিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট শিক্ষার্থী আবু বকরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় নজরুল ইসলাম প্রকাশ নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন