বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ ও র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। সমাবেশের মাধ্যমে বড় জমায়েত করতে চায় দলটি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে নগরীর শিববাড়ি মোড়ে সরেজমিন দেখা যায় মঞ্চ তৈরির কাজ চলছে। বৃষ্টি উপেক্ষা করে খুলনা মহানগর বিএনপি নেতারা এবং ১৭নং ওয়ার্ড বিএনপি মঞ্চ তৈরি করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা কালবেলাকে বলেন, নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হবে সমাবেশ। খুলনা বিভাগের ১০টি জেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সবচেয়ে বড় সমাবেশ হবে এটি। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, সমাবেশে লক্ষাধিক লোকের উপস্থিত হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন কালবেলাকে জানান, গণতন্ত্র দিবসে খুলনা নগরী জনসমুদ্রে পরিণত হবে। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশ শেষে র্যালি যশোর রোড হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হবে। এটি হবে খুলনার ইতিহাসে সবচেয়ে বড় র্যালি। কর্মসূচি সফলে পাঁচটি উপকমিটি করা হয়।
খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি কালবেলাকে বলেন, খুলনায় বৃহত্তম সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে দলটি। ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রগামী ভূমিকা পালন করেছে খুলনাবাসী। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এই যাত্রার শুভ সূচনা হয়েছে। সেই গণতন্ত্র দিবস পালনে সমাবেশে খুলনা ও আশপাশের জেলার লাখ লাখ মানুষ উপস্থিত হবে আশা করছি।
মন্তব্য করুন