আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এইচএম তামিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের নামে যে হত্যা মামলা হয়েছে তাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারের প্রয়োজন নেই।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ কনফারেন্স হলে রামপাল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এইচএম তামিম বলেন, দেশের যেখানেই জুলাই গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেটি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রচলিত আইনেই বিচারের আওতায় আনা সম্ভব হবে। তাই তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্যা রহমাতুল্লাহ, রামপাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি খৈয়াম হোসেন খিজির, সহ-সাধারণ সম্পাদক শুভ্র ঢালী, সাংগঠনিক সম্পাদক মুনাওয়ার রনি, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রাকিব ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ শেখ প্রমুখ।
মন্তব্য করুন