বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারের ১০ জন অন্য ট্রলারের সহায়তায় উপকূলে ফিরতে পারলেও ছৈয়দ আলম নামে এক জেলে নিখোঁজ রয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছৈয়দ আলম (৩০) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা শঙ্খ নদী থেকে ১১ জন মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে যায়।
ট্রলারের মালিক আবুল কালাম কালবেলাকে বলেন, শুক্রবার বিকেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে আমার ট্রলার ডুবে গেলে আশপাশের কিছু ট্রলার এসে ১০ জনকে উদ্ধার করতে পারলেও একজন সাগরের ঢেউয়ে তলিয়ে গেছে। তাকে উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। থানাসহ কোস্টগার্ডের সহায়তা চেয়েছি।
মন্তব্য করুন