ময়মনসিংহে স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল স্ত্রীসহ সেনা সদস্যের।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরীর আকুয়া সরকার বাড়ি এলাকার নাজমুল পারভেজ (৩২), ও তার স্ত্রী দিলরুবা জেবিন (২৩)। নাজমুল পারভেজ মোমেনশাহী সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে নাজমুল মোটরসাইকেল নিয়ে তার স্ত্রী দিলরুবা জেবিনকে নিয়ে ঘুরতে বেরিয়ে ত্রিশালে যান। সেখান থেকে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় আসতেই মোটরসাইকেলটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
মন্তব্য করুন