কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সুফল আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শম্ভুপুর পাক্কার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত সুফল আহমেদ ভৈরবপুর উত্তরপাড়া বাসস্ট্যান্ড এলাকার স্বপন মিয়ার ছেলে। আহতরা হলেন, ওই এলাকার বড় মিয়ার ছেলে মোহাম্মদ বণ্য (১৮) ও পৌর শহরের গাছতলা ঘাট এলাকার মো. আতাউল্লাহর ছেলে মো. মুন্না মিয়া।
আহত মুন্নাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বণ্য স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন।
জানা যায়, ঘোরাফেরার উদ্দেশ্যে শুক্রবার দুপুরের পর মোটরসাইকেলে করে তিন বন্ধু কুলিয়ারচরে যান। পরে বাড়ির ফেরার পথে বিকেল ৫টার দিকে তাদের মোটরসাইকেলটি শম্ভুপর পাক্কারমাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন এবং ঘাতক ট্রাকচালক ও সিএনজিচালক পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সন্ধ্যা ৭টায় একজনকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত গতি ও বেপরোয়া ওভারটেকিংয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করি। ঘাতক ট্রাক ও সিএনজিচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন