মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর চরতাজপুর এলাকায় কথিত কবিরাজি চিকিৎসক দীপঙ্কর সাহার (বিমলের) আস্তানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২ জন আহত হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,গত ১৫ বছর আগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারী এলাকার দীপঙ্কর সাহা শিবচর এলাকায় কাজের সন্ধানে গিয়ে অস্থায়ী বসতি স্থাপন করেন। এলাকার সাবেক চেয়ারম্যান বুলু আকনের জমিতে অস্থায়ী আস্তানা গড়ে তোলে। তিনি মানুষকে কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক, পানিপড়া দিতেন।
স্থানীয়রা আরও জানান, মাঝে মাঝে এখানে মেলা ও গান-বাজনাসহ বাৎসরিক ওরসেরও আয়োজন করা হতো। শুক্রবার দুপুর ৩টার দিকে একদল লোক ওই আস্তানায় প্রবেশ করে ভাঙচুর-অগ্নিসংযোগ করে তারা। এ সময় ওই আস্তানায় থাকা কয়েকজন লোক বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। এখানে থাকা কয়েকটি গরুও ছাগল নিয়ে যায় কয়েকজন লোক।
মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামানের মুঠোফোনে জানান, লোকটি একটি সন্ন্যাসী টাইপের লোক, ঝাড়ফুঁক করে। এটা কোনো মাজার না। ওনাকে হালকা দুই একটি চড়থাপ্পড় দিয়ে থানায় দিয়েছিল।
তিনি আরও জানান, পরে থানায় তার পরিবারের লোকজন আসলে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যাতে তিনি আর ভবিষ্যতে ঝাড়ফুঁক না করে। সাধু সন্ন্যাসী টাইপের লোকটাকে বলা হয়েছে এগুলো আর কইরেন না।
মন্তব্য করুন