নোয়াখালীতে কার্টনের মধ্য থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানান, স্থানীয়রা খালের পাড়ে একটি কার্টন পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দুই নবজাতকের মরদেহ কাঁথা মোড়ানো অবস্থায় একটি কার্টন থেকে উদ্ধার করে।
সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) সাবজেল হোসেন বলেন, নবজাতকের মরদেহগুলো ৬-৭ মাস বয়সী মিসক্যারেজের ছিল। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে নবজাতক ছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ দুটি কে বা কারা ফেলে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য করুন