কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌরসভা এলাকায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানির মাত্রা বেড়ে গেছে। এতে করে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে এখন বিলীন হওয়ার পথে শতাধিক পরিবার। দ্রুত ব্যবস্থা না নিলে বসত ঘর যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ,উপজেলার চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড কোচপাড়া এলাকায় মাতামুহুরী নদীর ভয়াল গ্রাসে বাঁশ ও কাঠের তৈরি একটি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিধ্বস্ত হয়ে যাওয়া বাড়ির মালিক শামসুল আলমের নীরব কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
তিনি জানান, বাড়ি ঘর হারিয়ে মাথা গোঁজার ঠাঁই নেই। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল চোখের সামনেই সব কিছু নিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, মাতামুহুরী নদীর পাড়ের আশপাশের আরও ৫০টি পাকা, সেমিপাকা, বাঁশ ও কাঠের তৈরি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এসব এলাকা রক্ষার দাবিতে সংকারের হস্তক্ষেপ চান তারা।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে বাকি শতাধিক পরিবার বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত দুই দিন টানা বর্ষণে মাতামুহুরী নদীর পানির মাত্রা বেড়ে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে রাস্তা ঘাটে পানি ঢুকে চলাচলের জন্য বেহাল দশায় পরিণত হয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত মানুষের।
মন্তব্য করুন