নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে টিম স্মাইল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পটি করা হয়।
মেডিক্যাল ক্যাম্পে বন্যার্তদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিক্যাল টিম ও টিম স্মাইল।
টিম স্মাইল -এর অন্যতম সিনিয়র সদস্য মো. আমির হোসেন এবং সাব্বির আহমেদ অর্নব জানান, খাদ্য সামগ্রী বিতরণের পর কিছু প্রত্যন্ত এলাকা থেকে তাদের কাছে সেসব এলাকার শিশু-বৃদ্ধদের পানি বাহিত নানান রোগে আক্রান্ত হওয়ার খবর এসেছে। পরে সে প্রেক্ষিতে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প -এর আয়োজন করে।
এসময়ে টিম স্মাইল -এর সব সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী পুরো কার্যক্রম তদারকি করে। এসময় প্রায়ই ১০০০ রোগীকে চিকিৎসা পরবর্তী প্রয়োজনীয় সব ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
মন্তব্য করুন