বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত শিক্ষার্থী মোহাম্মদ আবু হাসনাত তানজিনের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে আহত শিক্ষার্থী মোহাম্মদ আবু হাসনাত তানজিনের চিকিৎসায় তার বাবা মো. শাহজালালের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন ওয়াদুদ ভূইয়া।
এ সময় সিএমএইচে চিকিৎসাধীন শিক্ষার্থী তানজিনের শারীরিক খোঁজখবর নেন ও ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতাসহ তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, মংসাথোয়াই চৌধুরী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রফিক হোসেন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৪ আগস্ট দুপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ছাত্রলীগ হামলা চালায়। হামলায় গুরত্বর আহত হন শিক্ষার্থী আবু হাসনাত তানজিন। একই সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার বাস ভবনেও ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। সন্ত্রাসীদের হামলায় তানজিনসহ ১০ শিক্ষার্থী, সাংবাদিক-পথচারীসহ আরো অন্তত ২০ জন আহত হন।
মন্তব্য করুন