পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় দলের এ সিদ্ধান্তের প্রতিবাদে মঠবাড়িয়ায় পৌরসভা কার্যালয়ের সামনে ঢাকা-পাথরঘাটা মহাসড়কে মানববন্ধন করেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।
উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার শত শত নেতাকর্মী মানববন্ধন করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে ডাকবাংলোর মোড় পর্যন্ত ১ কিলোমিটার মানববন্ধনে বিএনপির কর্মী-সমর্থকদের দেখা যায়। এ সময় তারা বলেন, রুহুল আমিন দুলালের কারণে আমরা মঠবাড়িয়ায় নিরাপদে আছি। অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে বিএনপি নেতা আবুল কালাম আজদের (সাবু) সভাপতিত্বে বক্তব্য দেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইসমাইল হোসেন ঘরামী, সাবেক ছাত্রদলের সভাপতি মাহবুবুল ইসলাম নান্না, খলিলুর রহমান খন্দকার, দুলাল সরদার, রিপন মাতুব্বরসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রসঙ্গত, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেন।
মন্তব্য করুন